হেযবুত তওহীদের ২ সদস্য হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে হেযবুত তওহীদের ২ সদস্য হত্যা ও বাড়ি ঘরে হামলা লুটপাটের বিচারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা হেযবুত তওহীদ। ১৫ই মার্চ সোমবার বিকাল ৪ টায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় হাজী আহসান উল্লাহ সুপার মার্কেটের পাঁচতলায় সাংগঠনিক কার্যলয়ে এ সাংবাদিক সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন বলেন, হেযবুত তওহীদের উদ্যোগে নোয়াখালীর সোনাইমুড়িতে নির্মাণাধীন মসজিদকে গির্জা আখ্যা দিয়ে হেজবুত তওহীদ বিরোধী চক্র গত ২০১৬ সালের ১৪ই মার্চ হামলা চালায়। হামলাকারীরা সংগঠনটির নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের বাড়িসহ মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহনকারি সদস্যদের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। হামলায় ২ জন সদস্য ঘটনাস্থলেই নিহত হয়। ওই ঘটনায় হত্যা মামলা হলেও আজও বিচার হচ্ছে না। একটি মহল হেযবুত তওহীদকে ধর্ম বিরোধী উগ্র জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে নানা মিথ্যাচারে লিপ্ত থাকার নিন্দা জানিয়ে সংগঠনটির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি ১১ দফা দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্নসাধারণ সম্পাদক মো: আলি হোসেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সোহাগ মীর, রাজনৈতিক ও যোগাযোগ বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার দিপা, সদস্য সোহাগ ও রতন সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত