মৃত‌্যুকো‌লে ঢ‌লে পড়‌লো ক্রিকেটার শরী‌ফের ভাই জিয়াউর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরীফের বড় ভাই মারা গেছেন। আজ  ১৫ই মার্চ সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি দুরারোগ্য ব্যাধি লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এর আগে চিকিৎসা নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে।

এর আগে রোড সেফটি ওয়ার্ল্ড টুর্নামেন্ট এ খেলতে ভারতে অবস্থানকালিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় লিভার সিরোসিসে আক্রান্ত বড় ভাইয়ের জন্য লিভার ডোনার চেয়ে কান্না জড়িত কণ্ঠে শরীফ বলেছিলেন, আমি ক্রিকেটার মোহাম্মদ শরীফ, আপনাদের কাছে একটি আকুল আবেদন নিয়ে এসেছি। আমার বড় ভাই অনেক দিন ধরেই লিভার সিরোসিস যন্ত্রণায় ভুগছেন। তার চিকিৎসার জন্য লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। খুব দ্রুতই ট্রান্সপ্লান্ট করাতে হবে। না হলে আমরা তাকে জীবিত পাব না। এদিকে কান্না জড়িত কণ্ঠে সহায়তা চেয়েও ভাইকে আর বাঁচানো হল না তার। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ক্রিকেটার মোহাম্মদ শরীফের বড় ভাই মোহাম্মদ জিয়াউর রহমান।

জানা যায়, জিয়াউর লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থান ছিলেন গত অনেক দিন ধরেই। হন্য হয়েও খুঁজে পাওয়া যাচ্ছিল না লিভার ডোনার। বি পজিটিভ গ্রুপের রক্তধারী লিভার ডোনার কামনায় শরীফ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন, যেখানে কেঁদে কেঁদে তিনি বলেছিলেন, খুব দ্রুতই লিভার ট্রান্সপ্লান্ট করাতে হবে। না হলে আমরা তাকে জীবিত পাব না।

এদিকে আপন বড় ভাইয়ের মৃত্যুতে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ অসমাপ্ত রেখেই বাংলাদেশ লিজেন্ডস দল ছেড়ে দেশে পাড়ি জমিয়েছেন শরীফ। ভাইয়ের মুমূর্ষু অবস্থার খবর জানতে পেরে ১৪ই মার্চ রবিবার কলকাতা হয়ে বাংলাদেশে ফেরেন তিনি। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ডসের হয়ে নজরকাড়া পারফরম্যান্স প্রদর্শন করছিলেন শরীফ।

শরীফ বলেন, আজ সোমবার নারায়ণগঞ্জে আমাদের বাড়িতে মাগরিবের পর জানাজা শেষে ভাইয়ের দাফন সম্পন্ন হবে। লিভার ট্রান্সপ্ল্যান্টের অপারেশন বাংলাদেশে হয় না, ভারতে করাতে হয়। করোনা মহামারির মধ্যে ডোনারের জন্য ভারতে যাওয়ার ক্ষেত্রে ভিসা জটিলতা ছিল। তাই কাঙ্ক্ষিত ডোনার পাওয়া যায়নি।

add-content

আরও খবর

পঠিত