আজ দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : কাল বৈশাখী ঝড়-বৃষ্টির প্রভাবে কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম ছিল। তবে আজ থেকে তাপমাত্রা আবার বাড়ছে। সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ১৫ই মার্চ সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তাপমাত্রা বৃদ্ধির তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এর আগে ১৩ই মার্চ শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ১৫ই মার্চ রবিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

add-content

আরও খবর

পঠিত