যাত্রী সেজে অটো গাড়ী ছিনতাইকালে বন্দরে নারী গ্রেফতার, পলাতক ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে যাত্রী সেজে অটো চালককে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে অটো ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় জনতা সংগবদ্ধ চোরের দলের সদস্য রিনি (২২) নামে এক নারীকে গ্রেফতার করে পুলিশ সোর্পদ করেছে জনতা।

১২ই মার্চ শুক্রবার রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকা থেকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা। আটককৃত অটো ছিনতাইকারি নারী রিনি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাইনর্বোড এলাকার সাখাওয়াত শেখ ওরফে সাবু শেখের মেয়ে বলে জানা গেছে। এ ব্যাপারে অটো চালকের বড় ভাই রুবেল মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি চুরি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৩(৩)২১ ধারা- ৩২৮/ ৩৭৯ পেনাল কোড-১৮৬০।

জানা গেছে, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়সেনর মালামত এরাকার ইসমাইল মিয়ার ছোট ছেলে সাঈদ গত ৮ই মার্চ একটি আটো রিক্সা ক্রয় করে নিজেই চালিয়ে জীবন যাপন করছে। এর ধারাবাহিকতায় ১২ই মার্চ অটো চালক সাঈদ মিয়া প্রতিদিনের মত গাড়ী নিয়ে মদনপুর বাস স্ট্যান্ডে যাত্রী নেওয়ার জন্য অপেক্ষা করে। ওই সময়  যাত্রী বেশী চোর রিনি আক্তার, রোমান ওরফে রতন ও মেহেদী অটো গাড়ীতে উঠে সাবিদী যাওয়ার জন্য। পরে আটো গাড়ীটি কলাগাছিয়া ইউনিয়নের জিধরা এলাকায় আসলে ওই সময় যাত্রী বেশী চোরের দল কৌশলে চালককে নেশা জাতীয় দ্রব্য সেবন করিয়ে অটো গাড়ীটি চুরি করে নিয়ে যাওয়া সময় রিনিকে গ্রেফতার করতে সক্ষম হলেও গাড়ী নিয়ে পালিয়ে যায় অপর ২ চোর রোমান ও মেহেদী। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করলে এ রির্পোট লেখা পর্যন্ত চোরাইকৃত অটো গাড়ীটি উদ্ধারের সংবাদ জানাতে পারেনি পুলিশ।

add-content

আরও খবর

পঠিত