সাংবাদিক মুজাক্কির হত্যার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে গুলি করে হত্যা করার খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ই মার্চ শনিবার বেলা ৩ টায় ঢাকা চিটাগাং হাইওয়ে রোড সাইনবোর্ড চৌরাস্তায় ঢাকা দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রেসক্লাবের আয়োজনে এই কর্মসূচীটি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকরাই সংবাদ সংগ্রহ করে, আমাদের পাঠান । আজ মুজাক্কির হত্যা হয়েছে, আগামীকাল আমি হবো। এর প্রতিকার কোথায় যেখানে বাংলাদেশের সংবিধান বলে সাংবাদিক হলো দেশের ৪র্থ স্তম্ভ। জাতির বিবেক, তবুও মাদক সন্ত্রাস ও খুনি কিলারদের হাতে প্রাণ দিতে হচ্ছে।

মানববন্ধন কালে এ সময় বক্তব্য রাখেন বাংলার চোখ পত্রিকা সম্পাদক ও ঢাকা দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু হানিফ হৃদয়, দৈনিক  দেশ রুপান্তর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান খান কমল,  দৈনিক সংবাদচর্চা পত্রিকা প্রকাশক ও সম্পাদক মুন্না খান, দৈনিক ইত্তেফাক ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ মোমেন, মাই টিভি প্রতিনিধি ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রোবেল মাহমুদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জামান ভূইয়া, মীমরাজ, মো শাহিন, মো শামীম, ইউসুফ আলী প্রধান, মাবুবুর রহমান রনি সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত