নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ) সার্কেল মো. বিল্লাল হোসেন বলেছেন, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না। তার ঐতিহাসিক ভাষণে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পরেছে। জাতি সংঘে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বাস্কৃতি প্রদান করেছে। এ জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান মালা। ৭ই মার্চ রবিবার বিকাল ৩টায় বন্দর থানা পুলিশ কর্তৃক আয়োজিত বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতি সংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, পুলিশ জনগনের বন্ধু। জনগনের সেবা করাই পুলিশ বাহিনীর মূল লক্ষ্য। আপনারা ইতিমধ্যেই জেনেছেন থানায় জিডি, অভিযোগ, মামলা এমনকি পুলিশ ক্লিয়াররেন্সের জন্য কোন টাকা লাগে না। বন্দরে কোন অনিয়ম ঘটলে আপনারা আমাদের জানাবেন। রাতে অযথা ঘুরাঘুরি করলেই পুলিশ ব্যবস্থা নিবে। আমরা অবশ্যই সচেতন থাকবেন তাহলেই সমাজ ব্যবস্থা সুন্দর থাকবে।
বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্রাহ সানু, বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ প্রমুখ।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, সমাজ সেবক খোকন ভেন্ডার,বন্দর থানার সেকেন্ড অফিসার মোদ্দচ্ছের, সমাজ সেবক মোহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা মিশুক প্রমুখ।