নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ কাবাডি ফেডারেশন-এর সহযোগিতায় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস মধুমতি জোনের কাবাডি খেলার শুভ উদ্বোধন হয়েছে। ৫ই মার্চ শুক্রবার সকালে ওসমানী পৌর স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মধুমতি জোনের ৮টি জেলার পুরুষ ও নারী কাবাডি দল উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারাণণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার ও বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশন এর সহ-সভাপতি মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইউনাইটেড ক্লাব লি: সভাপতি তোফাজ্জেল হোসেন টাপু, নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব খবির আহমেদ, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির ও মোস্তফা কাওছার, সদস্য মাকসুদ উল আলম, গোলম গাউছ, ফিরোজ মাহমুদ সামা, ডা.রকিবুল ইসলাম শ্যামল, আতাউর রহমান মিলন, মাহবুব হোসেন বিজন। এছাড়াও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার সরকারি ও বেসরকারি কর্মকর্তাগণসহ রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাবাডি প্রতিযোগিতার সন্বয়কারী আরিফ মিহির।
এদিকে সকালে ৪টি খেলার ফলাফল-মুন্সিগঞ্জ জেলা ৪২-৯ পয়েন্টে গাজীপুরকে, রাজবাড়ি জেলা ৪৫-৩৬ পয়েন্টে ফরিদপুরকে, গোপালগঞ্জ জেলা ৩৩ -২৭ পয়েন্টে ঢাকাকে এবং স্বাগতিক নারায়ণগঞ্জ জেলা ৩২- ৮ পয়েন্টে মুন্সিগঞ্জ জেলাকে পরাজিত করেছে।
প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, ঢাকা, ফরিদপুর, রাজবাড়ি এবং স্বাগতিক নারায়ণগঞ্জ জেলা। মধুমতি জোন এর পুরুষ ও মহিলা এ দুই বিভাগের মধুমতি জোনের ফাইনাল খেলা আগামী ৮ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলাটি টিভি চ্যানেল টি-স্পোটর্স এ সরাসরি সম্প্রচারিত হবে।