নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ২৫টি দোকান পুড়ে ভস্মীভূত। আজ ৩ মার্চ বুধবার সকাল ৭ টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন মহাসড়কে ফতুল্লা লঞ্চ ঘাটের বিপরীতে ডিআইটি মাঠ সংলগ্ন পনির, সোহেল ও সোহাগ এর মালিকানাধীন কাপড়ের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে মন্ডল পাড়া ফায়ার সার্ভিস ও বিসিক ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে শহরের মন্ডলপাড়া ও ফতুল্লা বিসিকের ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকান্ডের নির্দিষ্ট কোন কারণ এখনো জানা যায়নি, বৈদ্যুতিক সট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা হচ্ছে। তাছাড়া ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।
জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের পূর্ব পাশে পনির, সোহেল, সোহাগ, শাহিন চৌধুরীর মালিকানাধীন কাপড়ের মার্কেটে সকাল ৭ টায় এই অগ্নিকান্ড ঘটনা ঘটে। এতে প্রায় ২৫/২৬টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিস তদন্ত করছে।