নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একেএম শামীম ওসমানের ৬০তম শুভ জন্মদিন পালন করেছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি তোলারাম কলেজের সাবেক জিএস জাকিরুল আলম হেলাল। ২৮ই ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত ১২.০১ মিনিটে চাষাঢ়া গোল চত্ত্বরে ঝাকঝমকপূর্ণ অনাড়ম্ভর আয়োজন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় জন্মদিন। মুহুমুহু আতশবাজি ও বিশালাকারের শামীম ওসমানের ছবি আকা কেক কেটে এ জন্মদিন পালন করা হয়।
মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়নগঞ্জ জেলা আহ্বায়ক এইচ.এম রাসেল, সদস্য সচিব জে.আর রাসেল আহমেদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক হামদান- উর-রহমান শান্ত এর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, সহ-সভাপতি মো: রবিউল হোসেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, কুটু ভৌমিক, রিপন ঘোষ, যুব মহিলা লীগ নেত্রী সুইটি ইয়াসমিন। সজিব এনায়েত নগর ইউনিয়ন, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়নগঞ্জ জেলা, রাজু আহমেদ- কুতুবপুর ইউনিয়ন, মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ নারায়নগঞ্জ জেলা, গোলাম নবী মাসুদ, এইচ এম ফয়সাল, ইয়াসিন, পারভেজ, সালাউদ্দিন সহ আরো অনেকেই।
এরপর কেক কাটা অনুষ্ঠান শেষে মো. গোলাম সারোয়ার মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জননেতা শামীম ওসমান এমপির শুভ জন্মদিন উপলক্ষে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে প্যাকেটজাত খাবার বিতরণ করা হয়।