নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : কতোটা ভয়ংকর হতে পারে কৈশর ! ফতুল্লার ঘটনা তার জ্বলন্ত প্রমান। ১৩ বছরের নাবালক কিশোরের বিরুদ্ধে ১৫ বছরের কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এদিকে ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়েছে ঐ কিশোরী।
এ ঘটনায় পুলিশ ২৬ই ফেব্রুয়ারি শুক্রবার রাতে কিশোর তানজিমকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত তানজিল ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার জাহাঙ্গীর মিয়ার পুত্র। ঘটনাটি ঘটেছে ফতুল্লার শাসনগাও এলাকায়। কিশোরীর পিতা কাউছার মিয়া বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।
জানা যায়, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্ত কিশোর তানজিম একটা সময় শাসনগাও এলাকায় পাশাপাশি বাড়ীতে বসবাস করতো। সে সুবাদে তাদের মধ্যে গভীর সম্পর্কের সৃস্টি হয়। আর এই সম্পর্কের সূত্র ধরে কিশোর তানজিন একাধিক বার কিশোরীর সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হয়। গত ডিসেম্বর মাসের ১৫ তারিখ রাতে তানজিন ভুক্তভোগী কিশোরীকে তার নিজ বাসায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করার সময় ভুক্তভোগী কিশোরীর পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদেরকে হাতে নাতে আটক করে। পরবর্তীতে কিশোর তানজিনের পরিবার বিয়ে করিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে কিশোরীর পরিবারের সদস্যদের বাসায় পাঠিয়ে দেয়। পরে তারা শাসনগাও থেকে মুসলিমনগর নয়াবাজার এলাকায় চলে আসে।
এরই মধ্যো চলতি মাসের ৪ তারিখে ভুক্তভোগী কিশোরী অসুস্থ হয়ে পরলে ডাক্তারের পরামর্শে আল্ট্রাস্নোগ্রাফ করলে গর্ভবতীর বিষয়টি ধরা পরে। এ বিষয়ে কিশোরীর পরিবার তানজিনের পরিবারের সদস্যদের অবগত করলে তারা কোন কর্ণপাত না করে বিষয়টি পুরোপুরি এড়িয়ে যায়।
তবে নির্ভরযোগ্য একটি সূত্র মতে, ঘটনা হয়তো এমন শারীরিক সম্পর্ক করেছে অন্যজন আর বলির পাঠা হয়েছে তানজিন। কিশোর তানজিনকে ফাসানো হচ্ছে বলে দাবী করে স্থানীয় একাধিক সূূত্র জানায় বিষয়টির জন্য স্থানীয় একটি প্রভাবশালী মহল কিশোর তানজিনের পরিবারের নিকট থেকে ৭ লাখ টাকা দাবী করেছিলো। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোর তানজিল কে বলির পাঠা বানানো হয়েছে। ঘটনা হয়তো এমন শারীরিক সম্পর্ক করেছে অন্যজন আর বলির পাঠা হয়েছে তানজিন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ আসলাম হোসেন জানান, অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে। বাদীর লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিয়ে গভীর ভাবে তদন্ত করা হবে বলে তিনি জানান।