নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বৈশ্বিক করোনা ভাইরাস মোকাবেলার লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশন এর তত্ত্বাবধায়নে জেলা প্রশাসনের সহায়তায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে জি.আর চাউল, সাদা ছড়ি ও চশমা প্রদান করা হয়েছে। গতকাল বিকালে ইসদাইর এলাকায় বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার নারায়ণগঞ্জ জেলার অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির সভাপতি তরিকুল ইসলাম লিমন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তোফাজ্জল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার মহাসচিব মো. ইউসুফ আলী হাওলাদার, যুগ্ম সম্পাদক মো. আকরামুল ইসলাম, পথশিশু পাঠশালার সভাপতি হাবিবুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. মোস্তফা ভান্ডারী, নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতির যুগ্ম সম্পাদক মো. শামসুজ্জামান রকি, গামেন্টস ফেডারেশনের নিজাম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থার প্রধান উপদেষ্টা একেএম নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান। তাছাড়া সংগঠনটির সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন তরিকুল ইসলাম লিমন। ইতিমধ্যেই নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশন এর হয়ে বিভিন্ন মসজিদ, এতিমখানা সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন।