বর্তমান প্রজন্মকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : টিটু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি তানভীর আহমেদ টিটু বলেছেন, খেলাধুলা যুব সমাজকে অপরাধ থেকে দূরে রাখে। আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে হলে বেশ বেশী খেলাধুলার আয়োজনের কোন বিকল্প নেই। ১২ই ফেব্রুয়ারি শুক্রবার রাতে ফতুল্লা ব্লাড ডোনার্স আয়োজিত র্শট পিচ ক্রিকেট টূনামের্ন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সমাজের প্রতিটি স্তুরে মাদক প্রবেশ করেছে। এই মাদকের হাত থেকে আমাদের আগামী প্রজন্মকে বাঁচাতে হলে সমাজের প্রতিটি স্তুরের দায়িত্বশীল ব্যাক্তিদের স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। আমরা নিজেরা সচেতন হলে যুব সমাজের মাদক সহ কোন ধরনের অপরাধে জাড়াতে পারবে না। তিনি অভিভাকদেরকে আরো সচেতন হওয়ার অনুরোধ করেন।

ফতুল্লা ব্লাড ডোনার্সের সভাপতি তৌকির আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সানির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সায়াত আলম সানি, আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান স্বপন, আতাউর রহমান নান্নু, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. মাসুম, মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, ইউপি সদস্য মো. রঞ্জু, সংগঠনের যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, তানজিল, মাসুম, রাব্সবিহ সংগঠনের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত