এলাকার উন্নতি তখনই হয় যখন সমাজের সবাই এগিয়ে আসে : অতি. এসপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, একটা জাতি বা একটা এলাকার উন্নতি তখনই হয় যখন সমাজের সবাই এগিয়ে আসে। আপনাদের সেবাই এদেশটা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে অনেক ধনী ব্যক্তিত্বরা আছে তাদের দেখা যায় না, কিন্তুু এই সমস্ত ট্রাস্ট বা সংগঠনই মানব সেবায় এগিয়ে আসে।  গত ১০ই ফেব্রুয়ারি বুধবার বিকাল টায় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি বাসস্ট্যান্ড সংলগ্নে মুজিব শতবর্ষ উপলক্ষে মো. গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাষ্ট এর পক্ষে নিউজ ২৪ নারায়ণগঞ্জ এর উদ্যোগে আলোচনা সভা কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

তিনি আরো বলেন, নিউজ ২৪ নারায়ণগঞ্জ ডটকমের সাংবাদিকরা নি:স্বার্থ ভাবে মানব কল্যানে কাজ করে যাচ্ছে। আমি নিউজ ২৪ নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সকল সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং মো.গোলাম সারোয়ার মানব কল্যান ট্রাষ্ট এর পক্ষে নিউজ ২৪ নারায়ণগঞ্জ এর উদ্যোগে  কম্বল বিতরণের এই মহতি অনুষ্ঠানে আমাদের পুলিশকে আমন্ত্রণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আপনাদের যে কোন মানব কল্যান মূলক কাজে আমাকে পুলিশ সুপার মহোদয়কে কাছে পাবেন। আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, যতদিন আপনাদের জেলায় থাকবো, ইনশাআল্লাহ, আমি পুলিশ সুপার মহোদয় আপনাদের পাশে থাকবো। আর একটা কথা বলে যাই, আপনারা যারা এখানে ভুক্তভোগীরা আছেন যদি মনে হয় থানায় কোন হেল্প পাচ্ছেন না বা কোন প্রভাবশালী লোক দ্বারা হয়রানীর শিকার হচ্ছেন। আমি জেলা পুলিশ সুপার মহোদয়ের পাশের রুমে দ্বিতীয়তলায় বসি আমার শরণাপন্ন হলে আমি আপনাদের পাশে থাকবো, এতটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। আপনার ভাই যেভাবে থাকে আমি সেই ভাবে পুলিশ নিয়ে আপনার পাশে থাকবো। ইনশাআল্লাহ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে মাই টিভি আমার সংবাদ নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন নিউজ ২৪ নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক এস এম মিঠুন সরদার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মশিউর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোসা: ফাতেমা মনির, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকলীগ এর সভাপতি মো. জুয়েল হোসেন, সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি মো. শাহজাহান।

এছাড়াও সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সহ সভাপতি দৈনিক আমার সময় এর নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. শফিকুল ইসলাম আরজু, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর কার্যকরি সদস্য দৈনিক রুদ্রবার্তার স্টাফ রিপোর্টার মো. আক্তার হোসেন, চেয়ারম্যান সুলতান আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন এর ফেরদৌসী আক্তার রেহানা, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সৈয়দ রনি আলম, আইলপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মো. ইসমাইল মাদবরসিদ্ধিরগঞ্জ থানা কৃষক লীগে সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন মিয়া, জাতীয় দলের সাবেক ফুটবলার মোঃ মোতালিব হোসেন, বায়তুল সালাহ জামে মসজিদ এর সভাপতি হাজী মো. আবু মুসা, সহসভাপতি হাজী মোঃ মোস্তফা হাওলাদার, নতুন আইলপাড়া সমাজ কল্যান পরিষদ এর সভাপতি হাজী মো. মাহাতাব হোসেন, সাধারণ সম্পাদক হাজী মো. মোস্তফা কামাল বেপারী, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হাশেম, যুবলীগ নেতা মোঃ এমদাদ হোসেন, সাংবাদিক মাসুদুর রহমান দিপু, সাংবাদিক আরিফ, সাংবাদিক মো. মনির, যুবলীগ নেতা হিমেল, হেলাল, ছাত্রলীগ নেতা রাজিব, সজিব সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত