মাসদাইরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। ১১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার  সকাল ১১টায় ফতুল্লা থানার মাসদাইর পতেঙ্গা মাঠ এলাকায় এ ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত আব্দুল মান্নান মাসদাইর বেকারির মোড়ের সালাউদ্দীনের বাড়ির ভাড়াটিয়া ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার মৃতমাটি গ্রামের কাশেম আলীর ছেলে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, আব্দুল মান্নান বিভিন্ন বাসায় কাজ করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বাসার গলিতে খেলতে থাকা তার ৭ বছরের মেয়েকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী খোলা মাঠে নিয়ে ধর্ষণ করে আব্দুল মান্নান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন আব্দুল মান্নানকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শফিকুল ইসলাম জানান, মেডিক্যাল পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত