দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে আজমেরী ওসমান এর পক্ষে শীত বস্ত্র বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  প্রয়াত সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান এর পক্ষে দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১১ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে ইসদাইর এলাকায় বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থা নারায়ণগঞ্জ জেলার অস্থায়ী কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশন এর সার্বিক তত্ত¡াবধানে সংগঠনটির সভাপতি তরিকুল ইসলাম লিমন আজমেরী ওসমান এর পক্ষে দৃষ্টি প্রতিবন্ধিদের হাতে শীত বস্ত্র তুলে দেন। এ সময় প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ, সাদা ছড়ি ও চশমা প্রদান করা হয়।

বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. মোস্তফা ভান্ডারী, বাংলাদেশ প্রতিবন্ধী প্রগতি সংস্থা নারায়ণগঞ্জ জেলার মহাসচিব ইউসুফ হাওলাদার, যুগ্ম মহসচিব আকরামুল ইসলাম, ফজলে হক, মরজিনা, মোকলেসুর রহমান, আব্দুল মান্নান প্রমুখ।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ জনকল্যাণ ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা আজমেরী ওসমান এ সংগঠনের হয়ে বিভিন্ন মসজিদ, এতিমখানা সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন।

add-content

আরও খবর

পঠিত