নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : বৈশ্বিক মহামারি কোভিট-১৯ প্রতিরোধে আজ ৭ই ফেব্রæয়ারি রবিবার সকালে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান।
সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নুরজাহান আরা খাতুন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.ছালাউদ্দিন ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোয়ায়েল আহম্মেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আরাফাত আলী, আওয়ামীলীগ নেতা মশিউর রহমান তারেক, ওবায়দুল মজিদ জুয়েল, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন সহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ৪০ জনের মধ্যে কোভিড-১৯ টিকা দেয়া হয়। অগ্রাধিকার তালিকাভুক্ত ও ৫৫ বছরের উপরের নিবন্ধনকৃত মানুষের মধ্যে টিকা দান কার্যক্রম চলবে। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠানের উদ্বোধন করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং তাঁর স্ত্রী তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউ ডেগিয়েনিজেই টিকা গ্রহন করেন। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ ও ভয় দুর করতে মন্ত্রী ও মেয়র এ টিকা গ্রহন করেন।