নারায়ণগঞ্জের এজি অফিসের নির্দেশনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : জেলা একাউন্টস্ ও ফিন্যান্স অফিস, নারায়ণগঞ্জ অর্থাৎ এজি অফিস, নারায়ণগঞ্জ থেকে পেনশন গ্রহণকারী সকল পেনশন ভাতা-ভোগীগণকে মুজিব শতবর্ষ উপলক্ষে মাসিক পেনশন ব্যাংকের মাধ্যমে গ্রহণের জন্য আগামী ২৮/০২/২০২১ খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে নারায়ণগঞ্জ এজি অফিসে ইএফটি (ই.এফ.টি) ফরম পূরণ করত: জমা দেয়ার জন্য জেলা একাউন্টস্ ও ফিন্যান্স অফিস, নারায়ণগঞ্জ অনুরোধ জানিয়েছেন। অন্যথায় তাদের পেনশন বন্ধ রাখা হবে। বিদেশে অবস্থানরত অবসর ভাতা-ভোগীগণের ইএফটি (ই.এফ.টি) করণের কাজ তাদের আত্মীয় বা পরিবারগণ সম্পাদন করতে পারবেন।

অনুরোধক্রমে

মোহাম্মদ নজরুল ইসলাম

ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, নারায়ণগঞ্জ

মোবাইল নম্বর- ০১৯১৩০৫৬৪৮০

add-content

আরও খবর

পঠিত