বন্দরে স্কুল ছাত্রী মাহি অপহরণের ঘটনায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে স্কুল ছাত্রী ইনফা হাসান মাহি (১৪) অপহরণ মামলায় অপহরণকারি পিতা ও তার মামাকে গ্রেফতার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। ৩ই ফেব্রুয়ারি বুধবার রাতে সুদূর মানিকগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। যার মামলা নং- ৫(২)২১। গ্রেফতারকৃতরা হলো বন্দর আমিন আবাসিক এলাকার আফজাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মৃত আতাহার আলী হাওলাদারের ছেলে হারুন (৪২) ও ও বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার পশ্চিম দূৃগাপুর এলাকার মৃত আব্দুল মালেক মৃধার ছেলে কবির হোসেন (৩৫)। পুলিশ আটককৃতদের উক্ত মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

জানা গেছে, বন্দর আমিন আবাসিক এলাকার কামরুল হাসান মিয়ার মেয়ে ইনফা হাসান মাহি বন্দর র্গালস স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেনীতে লেখাপড়া করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১লা ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টায় স্কুল ছাত্রী মাহি নবম শ্রেণীতে ভর্তির হওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরেনি। পরে লোক মারফতে জানা যায় স্কুল ছাত্রী মাহিকে আমিন আবাসিক এলাকার হারুন মিয়া ও তার শ্যালক কবির হোসেন এর যোগসাজেসে বখাটে মেহেদী হাসান সহ অজ্ঞাতনামা ২/৩ জন অপহরণকারি জোর পূর্বক ভাবে মাহিকে অপহরণ করে সিএনজি যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ব্যাপারে অপহৃতা স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ অপহরনকারি মেহেদী হাসানের পিতা হারুন ও তার মামা কবির হোসেনকে গ্রেফতার করলেও এ রির্পোট লেখা পর্যন্ত অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করার কোন সংবাদ জানাতে পারেনি পুলিশ।

add-content

আরও খবর

পঠিত