রূপগঞ্জে উপজেলা প্রশাসনের সঙ্গে ওকাপের মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, এস এম রোবেল মাহমুদ ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা প্রশাসনের সঙ্গে অভিবাসীকর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, ওকাপের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী, প্রজেক্ট ম্যানেজার নাফিসা দেলোয়ার, প্রজেক্ট অফিসার সহিদুল ইসলাম, প্রশিক্ষক শারমীন রীমা, মৌমীতা গোস্বামী, বিথী আক্তার ও ফাতেমা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নারী অভিবাসীদের একটি অংশ জোর পূর্বক শ্রম আদায়, শোষণ, যৌন হয়রানিসহ মানব পাচারের মতো ঘটনার শিকার হচ্ছে। দালালদের দেয়া মিথ্যা তথ্য, পারিবারিক চাপ, লিঙ্গ বৈষম্য, নারীর প্রতি নেতিবাচক, পুরুষতান্ত্রিক সামাজিক মনোভাব, পারিপার্শ্বিকসহ অন্যান্য কারনে নারীরা বিদেশ যেতে বাধ্য হয়। এ সকল কর্মকান্ডের প্রতিরোধে ওকাপ অগ্রণী ভূমিকা রাখছে।

add-content

আরও খবর

পঠিত