নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক সেবন এবং বিক্রি করতে নিষেধ করায় গ্যারেজ এর ম্যানেজারকে ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ৩০শে জানুয়ারি শনিবার দিবাগত রাতে মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহতের মা মোসা: শাহনাজ বেগম।
অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন যাবত ওই এলাকায় মাদক কারবারীদের উৎপাতে অতিষ্ট হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। তবে বিভিন্ন সময় গ্যারজের সামনে মাদক সেবন এবং বিক্রি কার্যক্রম দেখে তাদের অন্যত্রে যেতে বলায় মাদক কারবারীরা জাহাঙ্গির আলমের গ্যারেজের ম্যানেজার ইথুনকে সেখান থেকে কৌশলে লোক মারফত ডেকে নিয়ে হকিস্টিক দিয়ে পিটায় এবং হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে, প্রাণনাশের হুমকী দেয়।
এছাড়াও গ্যারেজ জমার ১ লক্ষ ৮০ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বিবাদীরা হলো- জাহিদ (২৫) পিতা-মৃত মোহাম্মদ আলী, ফেরদৌস (২৫) পিতা-লেবু, ফয়সাল (২৫) পিতা-মৃত.ফজল চান। এরা প্রত্যেকেই মাসদাইর এলাকার গুষেরবাগ এলাকার বাসিন্দা।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এস.এম. শামীম জানান, আমি এ ঘটনার তদন্তে গিয়েছিলাম। অপরাধী যেই হোক আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।