নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান তথা মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারতাম না। পশ্চিমা শাষক গোষ্ঠির পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে লাল সবুজের বাংলাদেশ গড়ার একমাত্র কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিব। অথচ আজ আওয়ামীলীগকে নিশ্চিহৃ করতে ষড়যন্ত্র হয়। আমরা কেমন জাতি। সামান্য কৃতজ্ঞতাবোধও আমাদের নেই। স্বাধীনতা লাভের পর বৈদেশিক চক্রান্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট নরঘাতকরা স্বপরিবারে হত্যা করল। একটি স্বাধীন দেশের প্রবর্তককে যারা এভাবে হত্যা করে তারা আর যাই হোক মানুষ হতে পারে না। আজ ২৩ জানুয়ারি শনিবার বিকালে বন্দর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ বন্দর থানা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে ও নাসিক এর ২২ ও ২৩নং ওয়ার্ড কমিটির আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২১টি বছর আওয়ামীলীগকে দূরে রেখে পশ্চিমা শাষকদের ইন্ধনে বাঙ্গালী জাতীকে নিশ্চিহৃ করার পায়তারা করেছিল বিএনপি। আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলাম এমন একজন অভিভাবক দেও যে আমাদের মাতৃভূমি রক্ষায় নিশ্বার্থভাবে কাজ করবে। আল্লাহর কাছে প্রার্থনা কবুল হল। আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পেলাম। মানুষের কল্যানে তিনি আজ অবদী নিশ্বার্থভাবে কাজ করে যাচ্ছে। চারি দিকে এখন উন্নয়নের জোয়ার বইছে। করোনা সংক্রমনকালে তিনি নিজের জীবনের কথা না ভেবে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে যাচ্ছে। একমাত্র বঙ্গবন্ধুর কন্যা বলেই এটা সম্ভব হচ্ছে। আমরা তার পথকেই অনুস্বরন করে বন্দরে ৯টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ণমুলক কাজ করে যাচ্ছি। আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
২২নং ওয়ার্ড বঙ্গবন্ধু জন্মশতবর্ষিকী উদযাপন কমিটির আহবায়ক আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি ভূইয়া, মহানগর আ’লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এসএম আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, মহানগর আ’লীগের সদস্য আলহাজ্ব আবেদ হোসেন, এড. মামুন সিরাজুল মজিদ, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাজী শহিদ আহাম্মদ, মহানগর আওয়ামীলীগ নেতা দেওয়ান মোহাম্মদ আলী, সোহরাওয়ার্দী ক্লাবের সাংগঠনিক সম্পাদক লাইক আহমেদ ছিদ্দিকী বাবু প্রমূখ।