নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই কোটি টাকা বকেয়ার দায়ে চাঁদ নীট কম্পোজিট ইউনিট টু এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মালিকের সন্ত্রাসী বাহিনীর কাছে দুই ঘন্টা অবরুদ্ধ ও লাঞ্চিত হয়েছে তিতাসের কর্মকর্তারা। ২১শে জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকার চাঁদ নীট কম্পোজিট ইউনিট টু এর গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার সময় মালিক পক্ষের সন্ত্রাসীদের দ্বারা অবরুদ্ধ ও লাঞ্চিত হয়েছে তিতাসের আভিযানিক দল। পরে পুলিশের সহযোগীতায় লাইন কর্তনকরাসহ তিতাসের আভিযানিক দলটিকে উদ্ধার করা হয়।
তিতাসের নারায়ণগঞ্জের আঞ্চলিক অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মামুনুল হক জানান, প্রায় দুই কোটি টাকা বকেয়া বিলের দায়ে লাইন কর্তনের জন্য তিতাসের পক্ষ থেকে অভিযান চালানো হয়। দুপুর ১২টায় ইঞ্জিনিয়ার এনামুল হকের নেতৃত্বে চাঁদ নীট কম্পোজিট ইউনিট টু এর অফিসে প্রবেশ করলে সেখানে আভিযানিক দলটিকে লাইন কাটতে বাঁধা দেয় এবং তাদেরকে অবরুদ্ধ করে নানাভাবে লাঞ্চিত করে।
পরে ব্যাপরটি পুলিশ সুপারকে অবহিত করলে দুপুর ২টায় ফতুল্লা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি জানান, প্রায় দুই কোটি টাকা গ্যাস বিল অনাদায়ের জন্য এই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়।
স্থানীয় একটি সুত্র জানায়, এয়ার নীট কম্পোজিট নামের ডাইং ফ্যাক্টরিটি ভাড়া নিয়ে জাহেদুল ইসলাম জনি ওরফে মোল্লা জনি চাঁদ নীট কম্পোজিট ইউনিট টু নামে প্রতিষ্ঠানটি চালিয়ে আাসছে। লাইন কর্তন করতে গেলে স্থানীয় সন্ত্রাসী বাহিনী ও বিশেষ পেশার দুই জন তিতাসের লোকজনকে লাঞ্চিত করে এবং প্রায় দুই ঘন্টা তাদেরকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। এ ঘটনার সত্যতার স্বীকার করেছেন ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন ।