নিখোঁজের ৪ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে নিখোঁজের চারদিন পর শীতলক্ষ্যা নদী থেকে সুজন মাহমুদ (২২) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ এর সদস্যরা। ১৮ জানুয়ারি সোমবার দুপুরে নারায়ণগঞ্জের নবীগঞ্জে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুজন মাহমুদ বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ এলাকার আবুল হোসেনের ছোট ছেলে এবং সরকারি তোলারাম কলেজের স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ঘটনাস্থল থেকে এসময় সরকারি তোলারাম কলেজের আইডি কার্ড, একটি মানি ব্যাগ ও মোবাইল উদ্ধার করা হয়।

নিহত সুজনের বড় ভাই শাহ জামাল জানান, লেখাপড়ার সুবিধার্থে কলেজের পাশে একটি মেসে থাকত সুজন। ছাত্র পড়িয়ে নিজের লেখাপড়ার খরচ যোগাতেন সুজন। গত ১৪ জানুয়ারি রাতে তার এক বন্ধুর ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের উপ-পরিদর্শক মো. ছগির হোসেন জানান, শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবিতে একজন যুবক নিখোঁজ হন। তাকে খুঁজতে গিয়ে সোমবার দুপুরে নৌ পুলিশের সদস্যরা শহরের নবীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় সুজনের মরদেহ উদ্ধার করেন। তার মাথার পেছনের অংশ কাটা। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়েছে। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, চারদিন আগে সুজন মাহমুদ তার কলেজের এক বন্ধুর একটি অনুষ্ঠানে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনার চারদিন আগেই নিহতের ভাই শাহজামান বন্দর থানায় সাধারণ ডায়েরি করেন। তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত