নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : অতিরিক্ত যাত্রী নিয়ে শীতলক্ষ্যা নদী পাড়ি দিতে গিয়ে প্রবল ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে পড়ে গিয়ে সাদ্দাম হোসেন (২৮) নামে এক গার্মেন্টস কর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ ১৮ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৮টায় বন্দরের নবীগঞ্জ খেয়াঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাদ্দাম হোসেন বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মামুনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। নিখোঁজ গার্মেন্টস কর্মীর পিতার নাম মৃত মুসলেউদ্দিন মিয়া। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের লিচুলিয়া গার্মেন্টসে কাজ করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভুইয়া জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি নৌকা নদীর পশ্চিমপাড় নবীগঞ্জ খেয়াঘাট থেকে হাজীগঞ্জ খেয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। নৌকার অধিকাংশ যাত্রী ছিলেন গামেন্টস ও হোসিয়ারি শ্রমিক। মাঝ নদীতে যাওয়ার পর প্রচন্ড ঢেউয়ের ধাক্কায় নৌকাটি হেলে দুলে উঠে। এতে নৌকার মাঝি কালুন ও গার্মেন্টস শ্রমিক সাদ্দামসহ তিন জন নদীতে পড়ে যান। মাঝিসহ এক যাত্রী নৌকা উঠলেও নিখোঁজ হন সাদ্দাম। নিখোঁজ সাদ্দাম হোসেনের স্ত্রী ইয়াসমীন আক্তার বলেন, নৌকায় সাদ্দামের টিফিন ক্যারিয়ার ও স্যান্ডেল দেখে তার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।