কাজের প্রতি আগ্রহ ও দক্ষতা বৃদ্ধি করতে রূপগঞ্জে মিস্ত্রী সম্মেলন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : কোন কাজই ছোট নয়, যে কোন কাজই সুখ-শান্তিও সম্মান বয়ে আনে স্লোগানকে সামনে রেখে কাজের প্রতি আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনেটারী ও রাজ মিস্ত্রীদের সম্মেলন সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইছাপুরা বাজার এলাকার এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় কনা সেনেটারী এন্ড প্লাম্বার ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী কফিল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউসুফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই খন্দকার বাচ্চু, শিক্ষক শাহনেওয়াজ, গণমাধ্যমকর্মী রনি আহমেদ, সোহেল ভুইয়া প্রমুখ।

পরে ঐ এলাকার কনা সেনেটারী এন্ড প্লাম্বার ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে রূপগঞ্জের ২শ ৫০ জন রং, সেনেটারী ও রাজ মিস্ত্রিদের মধ্যে এলইডি টিভি, মোবাইল ফোন সহ বিভিন্ন ধরণের পুরষ্কার বিতরণ করা হয়।

কনা সেনেটারী এন্ড প্লাম্বার ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী কফিল উদ্দিন বলেন, কোন কাজই ছোট নয়। প্রতিটি কাজকে মূল্যায়ন করতে হবে। আধুনিক বাংলাদেশের যে সকল সৌন্দর্য বর্ধন হয়েছে তাতে মিস্ত্রিদের অবদানও স্বীকৃতি যোগ্য।

add-content

আরও খবর

পঠিত