নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফয়সাল আরেফিন ) : নিখোঁজ বাবাকে সন্ধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সিয়াম। প্রায় ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছে তার বাবা। গত ২২ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জের তুষারধারা, সাদ্দাম মার্কেট এলাকায় থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
এ বিষয়ে পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ মো: সোলায়মান আলী তালুকদার, ঢাকা শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারি সচিব। তার বয়স ৬৩ বছর। তিনি শারীরিকভাবে অসুস্থ। নিখোঁজের সময় তার পরনে ছিল হলুদ রঙের গেঞ্জি আর ট্রাউজার। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বার (০১৮৭৩৯২০৭২৬ ও ০১৭১১৪৬৫৫৭২) দুটিও বন্ধ রয়েছে।
নিখোঁজ সোলায়মান আলীকে ফিরে পেতে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন পরিবার। যদি কোনো সহৃদয় ব্যক্তি উনাকে দেখে থাকেন, অনুগ্রহ করে ০১৬৭১৮৩৮৯০৫ ও ০১৬৭০২৬৮৫৭৬ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে ফতুল্লা থানায় একটি জিডি করেছে তার পরিবার। জিডি নং ১২৯৯। এদিকে এ বিষয়ে তদন্তের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জে ফতুল্লা থানার এস.আই মিনারলি কাজি বলেন, আমরা ওনাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি। সব থানায় বার্তা পাঠানো হয়েছে।