বন্দরে সুতার কারখানায় অগ্নিকান্ড, লাখ টাকার ক্ষতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে তাজ এন্টার প্রাইজ নামক এক সুতার কারখানায় অগ্নিকান্ড সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। অগ্নিকান্ডের ঘটনায় প্রাণহানির সংবাদ পাওয়া না গেলেও এ ঘটনায় নাসরিন নামে এক গৃহবধূ আহত হয়েছে। অগ্নিকান্ডে সুতা তৈরির ৮টি মেশিন ও  তুলা এবং সুতা পুড়ে গিয়ে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে বন্দর ফায়ার সার্ভিস গনমাধ্যমকে এ কথা জানিয়েছে। গত ১৬ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৮ টায় বন্দর থানার ২৪ নং ওয়ার্ডস্থ চৌরাপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে বন্দর ফায়ার সার্ভিস ও আদমজী ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের দলনেতা ডিএডি তানহারুল ইসলাম গনমাধ্যমকে জানায়, সুতার মেশিনের ঘর্ষনের কারনে অগ্নিকান্ড সংগঠিত হয়ে আগুন কারখানার চারপাশে ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে কোন প্রানহানির ঘটনা ঘটেনি। তবে অগ্নিকান্ডের স্থান থেকে ৬০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়নন্ত্রনে আনতে সক্ষম হই।

add-content

আরও খবর

পঠিত