বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নেই : সানি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়াত আলম সানি বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নেই। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে পরিচিত। ১৬ই ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা লালখা এলাকায় ফতুল্লা ব্লাড ডোনার্স এর উদ্যোগে আয়োজিত শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সানি আরো বলেন, স্বাধীনতা অর্জনের ৪৯ বছরে এনে স্বাধীনতা বিরোধী শক্তি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করতে চাচ্ছে। এমনকি বঙ্গবন্ধুকে বিততর্কীত করতে চৎপর হয়ে উঠেছে। তিনি সবাইকে চোখ ও কান খোলা রাখার আহবান জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লুৎফর রহমান স্বপন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুর রহিম, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নানু, মাসুদ হসেন রকিব, ফাহিম এমিল ভূঁইয়া, নিসান কাফি, মোঃ বাদল, ইমরান হোসেন সুমন,ফতুল্লা ব্লাড ডোনার্স এর সভাপতি আশরাফুল ইসলাম তৌকির, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার সানি, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত