রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ সংবাদ দাতা ) : জাতীয় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব, রূপসী দাখিল মাদ্রাসা, শাওন কনসালটেশন ফিজিওথেরাপী এন্ড আই কেয়ার, কাঞ্চন-তারাবো পৌরসভা, কায়েতপাড়া-রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ, পুর্বাচল আদর্শ সেবা ফাউন্ডেশনসহ সামাজিক সংগঠন সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্জ্বলন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন-শর্টফিল্ম প্রদর্শন, মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

সরকারি মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আমানউল্লাহ ও মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে ফুল, নগদ অর্থ, সম্মাননা পদক ও রান্না করা খাবার প্যাকেট তুলে দেয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

add-content

আরও খবর

পঠিত