নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : আজ ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ৬টি কেন্দ্রে ভোট কেন্দ্রে এক টানা গ্রহন অনুষ্ঠিত হবে বলে বন্দর উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ কথা জানিয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ১,২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচনে দুই জন প্রার্থী অংশ গ্রহন করছে। এরা হলেন, মাহামুদা আক্তার পান্না (বই) ও অপর প্রার্থী মায়া আক্তার শিখা তিনি (বক) প্রতিক নিয়ে নির্বাচনে অংম গ্রহন করছে। কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৩ টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫শ ১৫ জন। এর মধ্যে ৬ হাজার ৮ শ ৪০ জন পুরুষ ভোটার ও ৬ হাজার ৬শ ৭৫ জন নারী ভোটার।
গত ৮ ডিসেম্বর মধ্য রাতে কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণার কাজ। জয়ের ব্যাপারে উভয় প্রার্থী আশাবাদী। ভোট কেন্দ্রের যে কোন বিশৃঙ্খলা এড়াতে ৬ প্লাটুন পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি কর্মকর্তারা রয়েছে কড়া নজদারিতে।
প্রসঙ্গত, চলতি বছরের গত ২২শে সেপ্টেম্বর রাতে বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার হাসিনা আক্তার পলি (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।