ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে দেয়া হবে না : খান মাসুদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : যুবলীগ নেতা খান মাসুদ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় অসাম্প্রায়িক রাষ্ট্র গঠনে কোন বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি করতে দেয়া হবে না। মানবতার মা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুশৃঙ্খল রাষ্ট্র গঠনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রবিবার ৬ডিসেম্বর সন্ধ্যায় বন্দর জামাই পাড়া বালুর মাঠে স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আলমগীর হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জব্বর সরদার,সমাজ সেবক রাজু হোসেন, মিয়াপাড়া জামে মসজিদেও মোতোয়াল্লী সেলিম বাড়ী, সৈয়দ কাশেম, গিয়াস উদ্দিন,বদর মেম্বার, আশরাফ, বদিউজ্জামান, যুবলীগ নেতা মোঃ মাসুম, সাংবাদিক ডালিম প্রমূখ।

তিনি আরো বলেন, এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা এ দেশের কল্যান কখনো চায়নি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিচ্ছবি যারা নিশ্চিহৃ করতে মরিয়া তারা আর যাই হোক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হতে পারে না। আজ বাঙ্গালী সংস্কৃতি ও স্বাধীনতা লাভের অগ্রনায়ক বঙ্গবন্ধুর ভাস্কর্য ইতিহাস থেকে মুছে দিতে পাকিস্তানী প্রেতাত্বা উঠে পড়ে লেগেছে। এখনও তারা ষড়যন্ত্রের নীল নকশা করে বেড়াচ্ছে। তাদের দাত ভাঙ্গা জবাব দিতে বঙ্গবন্ধুর সৈনিকেরা প্রস্তুত রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে খান মাসুদ বলেন, সংগঠন হচ্ছে একতার মূল চাবিকাঠি। একটি সংগঠনে আবদ্ধ থেকে সমাজ সেবা মুলক কাজগুলো সহজেই করা সম্ভব। যুবকরাই এ সমাজের দর্পণ। সমাজের অসঙ্গতীগুলো দূরিকরনে যুব সমাজের ভূমিকা অপরিসীম। স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের পাশে সব সময়ই আমার সহযোগিতা থাকবে।

স্বপ্নচূড়া সমাজ কল্যাণ যুব সংগঠনের সাধারন সম্পাদক খালিদ হাসানের সঞ্চালনায় সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি তারেক আলম অনিক,্সহ-সভাপতি ইমরানুর রহমান,হৃদয় হোসেন,যুগ্ম সম্পাদক অভি হাসান,সাংগঠনিক সম্পাদক আকিব হাসান রাজুসহ সংগঠনের কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দ। পরিশেষে মেধাবী ছাত্রদের মাঝে শিক্ষা উপকরন ও গুনিজনদের সম্মানণা প্রদান করা হয়।

add-content

আরও খবর

পঠিত