নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে আকিজ ফ্লাওয়ার মিলের সাইলো পরিস্কার সময় বেল্ট ছিড়ে নিচে পরে গিয়ে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। গত ১৯ নভেম্বর রাতে বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক গোপাল চন্দ্র ঘোষ বাদী হয়ে দায়িত্ব অবহেলা ও গাফলতির জন্য র্দূঘটনায় মৃত্যু ঘটানোর অপরাধে আকিজ ফ্লাওয়ার মিলের প্র্রোডাকশন ম্যানেজার ও সুপারভাইজারকে আসামী করে বন্দর থানায় এ মামলা রুজু করেন তিনি। যার মামলা নং- ৩২(১১)২০ ধারা-৩০৪ (ক) পেনাল কোড-১৮৬০। তবে পুলিশ এ মামলার আসামী প্রোডাকশন ম্যানেজার গালিব ও সুপার ভাইজার আবু জাফরকে গ্রেপ্তারের সংবাদ গনমাধ্যমকে জানাতে পারেনি পুলিশ।
জানা গেছে, গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী আরসিমস্থ আকিজ ফ্লাওয়ার মিলের সাত তলা বিশিষ্ট উঁচু ময়দা রাখার সাইলো পরিস্কার করার সময় হাঠাৎ বেল্ট ছিরে নিচে পরে গিয়ে বন্দর চিতাশাল এলাকার কুদ্দুস মিয়ার ছেলে রাজু (২৪) ও ফতুল্লা থানার সস্তাপুর এলাকার অমল দাসের ছেলে অন্তর দাস ২৩) নিহত হয়। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে বন্দর ফাঁড়ী পুলিশ বাদী হয়ে প্রডাকশন ম্যানেজার গালিব ও সুপার ভাইজার আবু জাফরকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি ফখরুদ্দীন ভুইয়া জানান, আকিজ ফ্লাওয়ার মিলে দুই শ্রমিক নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে। মামলার আসামী প্রডাকশন ম্যানেজার গালিবুর ও সুপার ভাইজার আবু জাফর আহাম্মেদ পলাতক রয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রেখেছে।