বর্ণাঢ্য আয়োজনে রাতুল মটরস্ এর ২য় শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  রাতুল মটরস্ এর ২য় শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকাল ৪টায় সদর উপজেলার শিবুমার্কেট কায়েমপুর এলাকায় (ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে) টিবিএস মোটরস্ এর বিভিন্ন বাইক নিয়ে ২য় শাখার পথ চলা শুরু করেছে। এ উপলক্ষে দোয়া ও কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।.

এ প্রসঙ্গে রাতুল মটরস্ এর র্কণধার ও নারায়ণগঞ্জ জেলা মোটর সাইকেল গ্যারেজ ও পার্টস মালিক সমিতির সভাপতি শেখ মো. ফারুক বলেন, আমাদের এই শহরের মটরসাইকেল ব্যবহারকারীদের সুবিধার্থে আমরা কোম্পানির নির্ধারিত মূল্যে এবং বিশ^ সেরা ব্যান্ড টিবিএস কোম্পানির একাধিক মডেলের মটর সাইকেল বাজারজাত করে থাকি। আমাদের প্রধান লক্ষ্য গ্রাহকের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা। তাছাড়া স্বল্পমূল্যে আমরা গ্রাহকের কাছে মান সম্পন্ন মোটর সাইকেল বিক্রয় করতে সক্ষম হয়েছি।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাবলন গ্রুপের চেয়ারম্যান মো. মহসীন, ষ্ট্যান্ডার্ড ব্যাংক এর ব্রাঞ্চ ম্যানেজার মো. মারগুব আহমেদ, টিবিএস কোম্পানির আরএসএম মো. নসীবুর রহমান প্রধান, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন সহ স্থানীয়রা।

add-content

আরও খবর

পঠিত