মসজিদে বিস্ফোরণ : কমিটির সভাপতিকে ২ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নারয়ণগঞ্জ বার্তা ২৪ : নারয়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তারকৃত  মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর এর ২ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।  শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ  এর দায়িত্বে থাকা  সিআইডির বিশেষ  পুলিশ সুপার  নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, জানান, মামলার দায়িত্বভার নেয়ার পর থেকেই সন্দেহভাজনদের আমরা নজরদারিতে রেখেছিলাম। শুক্রবার রাতে আব্দুল গফুর কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে আমরা তিতাসের ৮ জন, ডিপিডিসির ১ জন এবং স্থানীয় ২ জন বৈদ্যুতিক মিস্ত্রিকে আটক করেছিলাম। তারা এখন জামিনে আছেন।

প্রসঙ্হত, এরআগে গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৩৭ জন দ্বগ্ধ হয়। এর মধ্যে ৩৪ জন মারা গেছে।

add-content

আরও খবর

পঠিত