নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে আলহাজ্ব ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ে ৬ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করছেন নাারয়ণগঞ্জ-৫ আসনের এমপি একেএম সেলিম ওসমান। বুধবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার লক্ষনখোলায় স্কুল প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। এতে স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আমির হোসেন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংসদ ও শিক্ষানুরাগী সেলিম ওসমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জের ভবিষ্যত প্রজন্মের জন্য আমি কাজ করে যাচ্ছি। আজকে এই স্কুলটিতে ৬ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করে আমি অত্যন্ত খুশি। এজন্য আমির হোসেন বাদশাকে কৃতজ্ঞতা জানাই। আমি এই স্কুলটির উন্নয়নে সবসময়ই পাশে আছি। যখনই প্রয়োজন হবে আমাকে জানাবেন আমি পাশে দাড়াবো।
এদিকে স্কুল ভবনটির পাশে দুইটি ব্যাটারী প্রস্তুতকারক কারখানা নিয়ে অভিযোগ তোলেছে স্থনীয়রা। কারখানার রাসায়নিক দ্রব্য ও বর্জ্যে পরিবেশ দূষণে শিক্ষার্থীদের নানা সমস্যা হচ্ছে বলে এমপি সেলিম ওসমানকে জানায়। পরে সেলিম ওসমান তাদেরকে আশ্বস্ত করে বলেন, আপনারা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে লিখিত অভিযোগ জমা দিন। তাহলে আমি বিষয়টি দেখবো। এছাড়াও স্থানীয় প্রশাসনকে অবগত করার জন্য তিনি পরার্মশ দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, উপজেলা চেয়ারম্যান মাকসুদ, কাউন্সিলর দুলাল প্রধান, এনায়েত হোসেন, এহসানুল হাসান নিপু সহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্যরা।