নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে আমিন আবাসিক এলাকায় ইন্দ্রজিৎ সাহা ওরফে মনা আহতের ঘটনায় বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে এক বিবৃতিতে গণমাধ্যকে খান মাসুদ এমন ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত নিউজের তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে খান মাসুদ জানান, আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। আমি ও আমার কোন কর্মী ইন্দ্রজিৎ সাহা ওরফে মনা আহতের ঘটনায় কোন মতেই জড়িত নয়। আমাকে রাজনৈতিক ভাবে প্রশ্নবিদ্ধ করতেই একটি চক্র মিশনে নেমেছে। সম্প্রতি আমার বাড়িতে কাউন্সিলর দুলাল প্রধানের লোকজন যে ন্যাক্কার জনক হামলা চালিয়েছিল তা আমার রাজনৈতিক অভিভাবক এমপি একেএম শামীম ওসমান ও সেলিম ওসমান ভাইয়ের নির্দেশে প্রবীন রাজনৈতিকবীদ বন্দর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ চাচার সমন্বয়ে তা নিরসন হয়েছে। এরপর থেকে আমাদের মধ্যে আর কোন ক্ষোভ থাকার কথা নয়। কিন্তু হঠাৎ করে কে বা কারা গতকাল রাতে আমিন আবাসিক এলাকার ইন্দ্রজিৎ সাহা নামে এক ব্যাক্তিকে হামলার ঘটনা ঘটিয়েছে তা আমি কিছুই জানিনা। আমি প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। আমিও এ ঘটনার সাথে যারা জড়িত তা পুলিশী তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানাই। তবে সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের কাছে কামনা করি। আমি এই উদ্দেশ্য প্রনোদিত সংবাদের তীব্র নিন্দা জানাই।