টিম খোরশেদের সহযোগিতায় পড়ালেখায় ফিরলো মেধাবী ৩ শিক্ষার্থী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : টাকার জন্য বন্ধ হয়ে যাওয়া তিন শিক্ষার্থীর পড়া লেখার সুযোগ করে দিয়েছেন সেই কাউন্সিলর (করোনায় মরদেহ দাফন ও সৎকারে আলোচিত) মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ১৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের মাসদাইর এলাকায় সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে তিন শিক্ষার্থীর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন কাউন্সিলর খোরশেদের সহধর্মিনী আফরোজা খন্দকার লুনা।

টিম খোরশেদ ও টাইম টু গিভ এবং নূর সুফিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় তিন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যতে তাদের পড়ালেখা চালিয়ে যেতে যেকোন সমস্যায় সহযোগিতার আশ্বাস দেন কাউন্সিলর খোরশেদ।

এর আগে গতকাল রাতে নারায়ণগঞ্জের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালে ৫ হাজার টাকার জন্য কলেজে ভর্তি হতে পারছে না দুই বোন এবং ভর্তির টাকার অভাবে গার্মেন্টসে কাজ নিলো আয়েশা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। যার প্রেক্ষিতে কাউন্সিলর খোরশেদ তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে এ সহযোগিতা প্রদান করেন।

কাউন্সিলর খোরশেদ বলেন, আমরা মানবিক কর্মকান্ডে এভাবেই নিজেদের সম্পৃক্ত রাখতে চাই। যাতে করে একটি মেধাবী শিক্ষার্থীও যেন ঝরে না পরে। কারণ তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। আমরা চাই তারা যেন সব বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে পারে। এজন্য আমরা সব সময় এসব শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করবো।

প্রসঙ্গত,  হাবিবা আক্তার ও সুমাইয়া আক্তার ২ জন সরকারি তোলারাম কলেজে ভর্তি সুযোগ পেয়েও মাত্র ৫ হাজার টাকার জন্য ভর্তি হতে পারছিলেন। কারণ তার বাবা একজন দুধ বিক্রেতা হলেও তাদেরকে ঘর থেকে বের করে দেন। আর তাদের মা আদমজী ইপিজেডের গার্মেন্টেসে চাকরি করে সংসার চালাতে খুব কষ্ট হয়। তাদের মধ্যে হাবিবা মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৪.৫২ ও সুমাইয়া  জিপিএ ৪.৭১ নম্বর পেয়ে এসএসসি পাশ করেন। এছাড়াও অন্য আরো দুই বোন পঞ্চম শ্রেনিতে পড়ালেখা করেন। আরেক শিক্ষার্থী আয়েশা আক্তারও টাকার অভাবে ভর্তি হতে না পেরে এক গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজে যোগ দিয়েছিল। শিক্ষা অনুদান পাওয়া তিন শিক্ষার্থী বলেন, টিম খোরশেদ এর শিক্ষা সহায়তা পাওয়ায় আল্লাহর রহমতে আমাদের শিক্ষা জীবন রক্ষা পেল।

add-content

আরও খবর

পঠিত