নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক দিনে সর্বোচ্চ ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। পুরুষ ২জনের মধ্যে ১ জন (৬০) রূপগঞ্জ উপজেলার এবং অন্য ১ জন (৪৩) বন্দর উপজেলার বাসিন্দা। আর পরিশেষে ১ জন নারী (৫৬) সদর উপজেলার কুতুবপুরের বাসিন্দা। এদিকে নতুন করে আরো ৪২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বিদ্যমান মোট ১৩৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪১২ জন। এ সময়ে সুস্থ ২১ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৪০ জন। আজ ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রটি জানায়, ৩১ আগস্ট সোমবার সকাল ৮টা থেকে ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ২৮৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ৩৬ জন, বন্দর উপজেলায় ১৮ জন, রূপগঞ্জ উপজেলায় ইউএস বাংলা বেসরকারী ল্যাব সহ ৯৭ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৩০০ শয্যা হাসপাতালের পিসিবার ল্যাব সহ ৮২ জন, সদর এলাকায় ৩১ জন এবং সোনারগাঁ উপজেলায় ২৪ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৮ হাজার ২২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৪, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৭০, রূপগঞ্জ উপজেলায় ১২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৫, সোনারগাঁও উপজেলায় ২১ জন। মোট মৃত্যু ১৩৬ জন।