নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে আরিফা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট শনিবার বিকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আরিফা ওই গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
জানা গেছে, শনিবার দুপুর থেকে আরিফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজার পর বাড়ির পাশের গর্তে জমে থাকা বৃস্টির পানির মধ্যে তাকে পাওয়া যায়। স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ ঘটনাস সত্যতা নিশ্চিত করেছেন।