নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছর। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। নতুন করে আরো ১৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বিদ্যমান মোট ১৩৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৩৬ জন। এ সময়ে সুস্থ ৪০ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৯৮২ জন। ২৮ আগস্ট শুক্রবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রটি জানায়, ২৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৮ আগস্ট শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ২৭৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ১৬ জন, বন্দর উপজেলায় ১১ জন, রূপগঞ্জ উপজেলায় ইউএস বাংলা বেসরকারী ল্যাব সহ ৮৫ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও ৩০০ শয্যা হাসপাতালের পিসিবার ল্যাব সহ ১০৬ জন, সদর এলাকায় ৪৮ জন এবং সোনারগাঁ উপজেলায় ১০ জন। জেলায় এই পর্যন্ত মোট ৩৭ হাজার ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৭০, রূপগঞ্জ উপজেলায় ১১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৪, সোনারগাঁও উপজেলায় ২১ জন। মোট মৃত্যু ১৩৩ জন।