নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আরিয়ান (৫) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আরিয়ান আড়াইহাজার সদরের ঝাউগড়া গ্রামের আরিফের ছেলে।
এ ব্যাপারে এলাকাবাসী জানায়, আরিয়ান তার মামার সাথে পুকুরে যায়। মামা পুকুর পাড়ে কাপড় ধোয়ার সময় তার অজান্তেই সে পুকুরে পরে যায়। মামা আরিয়ানকে পুকুর পাড়ে না দেখে মনে করেন সে বাড়ি চলে গেছে। গোসল শেষে মামা বাড়ি গিয়ে খোজাঁখুজি করে আরিয়ানকে না পেয়ে পুনরায় দৌড়ে পুকুরে যান। পুকুরে নেমে অনেক খোঁজার পর এক পযার্য়ে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোশাররফ তাকে মৃত ঘোষনা করেন।