নারায়নগঞ্জ বার্তা ২৪ : মহান বিজয় দিবস উপলক্ষে নারায়নগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামের নিচের মাঠে গলাচিপা এলাকাবাসীর উদ্যোগে ক্রিকেট খেলা আয়োজন করা হয়। শনিবার ২৬ ডিসেম্বর বিজয়ের উল্লাসে উৎসবমূখর পরিবেশে একদিনেই সম্পন্ন হয় এই ক্রিকেট খেলাটি। সকাল থেকেই মাঠের কানায় কানায় ছিল গলাচিপা এলাকাবাসী ও উৎসুক দর্শকের হৈ হুল্লুর। সকলেই খুব আনন্দের সাথে খেলাটি উপভোগ করেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রিড়াবিদ ও সমাজ সেবক মোঃ রবিউল হোসেন, বিশেষ অতিথি জনাব মোঃ আনোয়ার মাহ্মুদ বকুল, সাবেক জাতীয় ক্রিকেট খেলোয়ার জাকারিয়া ইমতিয়াজ জাকু, বিশিষ্ট ব্যবসায়ী মো ঃ হাবিবুর রহমান, সাবেক জাতীয় ক্রিকেট খেলোয়ার জনাব জাহাঙ্গীর আলম। বিশিষ্ট সমাজ সেবক মোঃ শমসের আলীর সভাপতিত্বে খেলাটি সঞ্চালিত হয়। মিডিয়া পার্টনার ছিলেন ডেইলী নারায়নগঞ্জ ২৪ ডটকম ও সার্বিক সহযোগিতায় ছিলেন রনি, নাঈম ,তানভীর ,রাব্বি। খেলায় প্রতি দলে ১৪ জন খেলোয়ার অংশগ্রহন করেন এবং ১২ ওভার ধার্য করা হয়। ফাইনাল খেলায় চ্যা¤িপয়ান হয় গলাচিপা যুব সমাজ আর রানার্স আপ হয় কিংস অফ মিয়া বাড়ি। চ্যাম্পিয়ন দলে ম্যান অফ দা ম্যাচ হয় অয়ন। চ্যাম্পিয়ান গলাচিপা যুব সমাজে ছিলেন নাহিদ, রাহাত, মিতু, সাজিদ, রনি, নাঈম, জুয়েল, অপু , নাইম খন্দকার , সুমিত, সঞ্জয়, অজয়, অয়ন, দিপু।পরে খেলা শেষে মোঃ রবিউল হোসেন চ্যাম্পিয়ান ট্রফি হিসেবে টেলিভিশন তুলে দেন চ্যাম্পিয়ান দল গলাচিপা যুব সমাজের হাতে। অপরদিকে রানার্স আপের হাতে মাইক্রোওবেন তুলে দেন বিশেষ অতিথি মোঃ আনোয়ার মাহমুদ বকুল।