নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৯ আগস্ট বুধবার রাত ৮টায় উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত হাতিম স্টিল স্ট্রাকচার লিমিটেড নামক ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এর সহায়তায় রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। কারখানায় আগুন লাগার পর ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাতিম স্টিমের তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কিভাবে সুত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমানও তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করেছে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শের আলী নামে কারখানার এক নিরাপত্তা কর্মী জানান, তিনতলা বিশিষ্ট এই ভবনটির নিচতলায় স্টিল ও কাঠের ফার্নিচার তৈরি হয়। উপর তলাটি গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। সেখানেই আগুন ছড়িয়েছে বেশি। পুরো ভবনে প্রায় ১২ থেকে ১৫ জন শ্রমিক কাজ করে বলে জানান তিনি। আগুন লাগার পর সবাই কারখানা থেকে বেরিয়ে পড়েছে বলে তিনি জানান।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টারের অপারেশন পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার, পূর্বাচল ও ডেমরা ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নেভানোর কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনতলা বিশিষ্ট ভবনটির পুরোটাতেই আগুন ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর বলা যাবে সুনির্দিষ্টভাবে বলা যাবে আগুন লাগার কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি এগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিরূপণ করা হবে।