আড়াইহাজারে ফাতেমা হত্যা মামলায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফাতেমা আক্তার হত্যা মামলার সন্দেহ জনক ভাবে দুই আসামিকে গ্রেফতার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের থানা পুলিশ। গত ১৭ আগস্ট সোমবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বিশনন্দী গ্রামের মৃত সুরুজ মিয়া প্রধানের ছেলে আঃ ওহাব (৬২) ও তার স্ত্রী হোসনে আরা বেগম ( ৪৫)।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি আজাহার জানান, গত ১৫ আগস্ট শনিবার রাতে আড়াইহাজার উপজেলার  বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী গ্রামের একটি টিনের ঘরের মাটি খুড়ে সেখান থেকে অজ্ঞাত (২০ ) যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় জানা না যাওয়ায় প্রথমে পুলিশ বাদী হয়ে অজ্ঞাত নামাদের আসামি দিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরদিন ১৬ আগস্ট রবিবার নিহতের বাবা বিল্লাল হোসেন তার মেয়ে ফাতেমার লাশ শনাক্ত করেন। বিল্লালের বাড়ি উপজেলার গহরদী গ্রামে।

ওসি আজাহার আরো জানান, ফাতেমা তার মামা বাড়ি বিশনন্দীতে থাকতো। সেইখানে থাকা অবস্থায় গ্রেফতারকৃত ওহাবের ছেলে ইউনুসের সাথে প্রেমে জড়িয়ে যায়। পুলিশের ধারণা এই ঘটনার জেরই হত্যাকান্ড ঘঠিয়ে থাকতে পারে। গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে ১৮ আগস্ট মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।

add-content

আরও খবর

পঠিত