না.গঞ্জে আবারো মাস্ক না পড়ে ঘুরাফেরার অপরাধে ১০ জনকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : মরণঘাতি করোনা ভাইরাসের প্রার্দুভাবে আবারো নারায়ণগঞ্জের আদালত পাড়ায় মাস্ক না পড়ে খোলামেলা চলাচল করার অপরাধে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সময় অভিযান চালিয়ে ১ জন পথচারীকে শত টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সাধারণ মানুষকে সচেতন করতে ১৮ আগস্ট  মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ভিপি শাখার সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় রেভিনিউ ডেপুটি কালেক্টর শাখার সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, প্রবাসী কল্যান শাখার সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার, শিক্ষা রেডিও শাখার সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার পুলিশ লাইন কর্মরত এস আই মো. নুরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, এর আগে এই মাসের ১০ আগস্ট সোমবার দুপুরে নারায়ণগঞ্জের আদালত পাড়ায় সামাজিক দূরত্ব ও মাস্ক ব্যবহার না করায় ২ আইনজীবী ও আওয়ামীলীগ নেতাসহ ১৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের ৫ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তারা হলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম, ফারজানা আক্তার, পলাশ কুমার দেবনাথ, কামরুল হাসান মারুফ ও নাছরিন আক্তার।

এ সময় মাস্ক না পড়ে খোলামেলা চলাচল করার অপরাধে অ্যাডভোকেট. আব্দুল মান্নান ও অ্যাডভোকেট সুজন প্রধানকে জরিমানা করা হয়। একই অপরাধে আওয়ামী লীগের এক নেতা এম এ বাসেদ ভূইয়াসহ ১৪ জনকে ১০০ টাকা করে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত