খিদমা ও এশিয়া বেকারীকে ভোক্তা অ‌ধিকা‌রে ১ লক্ষ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ( স্টাফ রির্পোটার ) :  নারায়ণগঞ্জের ফতুল্লায় পঁচা ডিম দিয়ে খাদ্য প্রস্তুতকরণ সহ নানা অপরাধে খিদমা ও নিউ এশিয়া নামে দুইটি বেকারীকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। মঙ্গলবার ( ১৮ আগস্ট ) সকাল থেকে হরিহরপুর ও পঞ্চবটিতে অবস্থিত ওই দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা  অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে অভিযানকালে উপস্থিত থেকে সহযোগিতা করেন ক্যাব ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি দল।

জানা গেছে, অস্বাস্থ্যকরভাবে খাদ্য প্রস্তুতকরণ ও মূল্য তালিকা না থাকায় খিদমা বেকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার ও ৪৩ ধারায় ৩০ হাজার করে মোট ৫০ হাজার টাকা। এছাড়া মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষন করার অপরাধে নিউ এশিয়া বেকারীকে ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ বিষয়ে ভোক্তা  অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান,  ভোক্তা অধিকারের মহাপরিচালক ও নারায়ণগঞ্জ ডিসি স্যারের নেতৃত্বে আমরা বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছি। সর্বসাধারণকে অনুরোধ করবো আপনারাও সতর্ক থাকুন। তাছাড়া যেকোন ভোক্তা প্রতারণার শিকার হলে আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা নিবো।

প্রতিষ্ঠান মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল প্রতিষ্ঠান মালিকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ক্রেতাদের ঠকিয়ে ব্যবসা করবেন না। সৎ ভাবে ব্যবসা পরিচালনা করুন। অন্যথায় আমাদেরকে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহন করতেই হবে।

add-content

আরও খবর

পঠিত