নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক এবং শ্রমিক কমিটির উদ্যোগে দোয়া ও খিচুরী বিতরণ করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার দুপুরে চাষাঢ়া চানমারি এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মালিক কমিটির সভাপতি মনির হাসেন, কার্যকরী সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি আবুল হাসেন মিঠু, সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি দ্বীন ইসলাম খোকা, সাধারণ সম্পাদক আবুল হাসেম (রিংকু), যুগ্ম সম্পাদক শামছুজ্জামান রকি প্রমুখ। এছাড়াও শ্রমিক কমিটির সভাপতি জামাল হোসেন, কার্যকরি সভাপতি মুকুল মিয়া, সহ-সভাপতি মো. ফজলুল হক বদু, সহ-সভাপতি আলমগীর, সাধারণ সম্পাদক নাসির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবুল ও অন্যান্য নেতৃবৃন্দ।