নারায়নগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা কুতুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুল আলম সেন্টু ও একই ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলাম পান্নার সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের দায়ের করা চারটি মামলা আপোষের মাধ্যমে প্রত্যাহার করার আরজি আদালতে প্রেরন করা হয়। রবিবার ২৭ ডিসেম্বর দুপুরে এই মামলার প্রত্যাহারের আরজি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট সহিদুল ইসলামের আদালতে প্রেরন করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড.সাখাওয়াত হোসেন খান। মামলা প্রসঙ্গে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপিতে ভেদাভেদ আর থাকবে না। বিএনপির সকল নেতা কর্মী আমরা ভাই ভাই। দেশ নেএী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। উভয়পক্ষের যে চারটি মামলা ছিল তা নিজেদের মধ্যে আপোষ করে আদালতে প্রত্যাহারের আরজি পেশ করা হয়েছে। এই মামলার উভয়পক্ষের পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আদালত থেকে আগামী ২০১৬ সালের ২৪ শে জানুয়ারীতে এই মামলার নিস্পত্তি তারিখ দেওয়া হয় । এ সময় উপস্থিত ছিলেন, আইনজীবি সমিতিরি সাবেক সভাপতি এড.আব্দুল বারি ভুইয়া, এড.মশিউর রহমান শাহিন, জেলা সেচ্ছা সেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াদ চৌধুরী, ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু প্রমূখ ।