বন্দরে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে মানসিক রোগে আক্রান্ত ২ সন্তানের জননী মাজেদা বেগম (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের স্বল্পেরচক এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।

আত্মহননকারী মাজেদা একই এলাকার ইয়াছিন মিয়ার স্ত্রী বলে জানা গেছে। আত্মহত্যার ঘটনায় সংবাদ পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক শহিদুল আলমসহ তার সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুতহাল রির্পোট তৈরি করে। আত্মহত্যার ঘটনায় মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তের লাশ দাফনের অনুমতি চেয়ে বন্দর থানার নবগত অফিসার ইনর্চাজ ফখরুউদ্দিন ভূইয়া বরাবর ওই দিন দুপুরে লিখিত ভাবে আবেদন করে মৃতের স্বজনরা। পরে অফিসার ইনর্চাজ ফখরুউদ্দিন ভূঁইয়া লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করে। তবে এ ব্যাপারে আত্মহননকারী মাজেদা বেগমের মা জুলেখা বেগম বাদী হয়ে  বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে মৃতের মা জুলেখা বেগম গনমাধ্যম কর্মীদের জানান, আমার মেয়ে মাজেদা বেগম র্দীঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল। তাকে অনেকবার ডাক্তারী ও কবিরাজের কাছে নিও এর কোন সুফল পায়নি। বৃহস্পতিবার সকালে সবার অজান্তে আমার মেয়ে মাজেদা নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে আমি বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করি।

add-content

আরও খবর

পঠিত