কিশোর গ্যাংয়ের ধাওয়ায় শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে ২ ছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো: সহিদুল ইসলাম শিপু ) : নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ধাওয়ায় আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ হারিয়েছে এক কলেজ ও এক স্কুল ছাত্র।

১০ আগস্ট সোমবার  বিকাল সাড়ে ৪টার দিকে ওই ঘটনা ঘটলেও রাত সাড়ে ১০টায় স্থানীয় জেলেদের সহযোগিতায় শীতলক্ষা নদী থেকে ওই লাশ দুই উদ্ধার করা হয়। নিহতরা হলো, বন্দরের কদম রসুল কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র মিহাদ (১৮)। সে নাজিমউদ্দিন খানের পুত্র ও বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা। অপরজন হলো, বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জিসান (১৫)। সে বন্দর প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী কাজিমউদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নারায়ণগঞ্জের বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় ১০ আগস্ট সোমবার বিকালে স্থানীয় দুই গ্রুপ কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় এক পক্ষের ধাওয়ায় আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় মিহাদ ও জিসান। এদিকে মিহাদ ও জিসান নদী থেকে উঠে গেছে এমনটি ভেবে স্থানীয় লোকজন তেমন একটা গুরুত্ব দেয়নি। তবে রাতে তারা বাড়িতে ফিরে না যাওয়ায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারে সংঘর্ষ ও ধাওয়ার ঘটনায় তারা নদীতে ঝাঁপ দিয়েছিল। এ সময় তাদের খোঁজে শীতলক্ষ্যার তীরে বাড়তে শুরু করে জনসমাগম। রাত সাড়ে ১০টায় এলাকাবাসী সহযোগিতায় শীতলক্ষা নদী থেকে ওই দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ রির্পোট লেখা পর্যন্ত এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

add-content

আরও খবর

পঠিত